বন্ধ হয়ে যাবে ষ্টার সিনেপ্লেক্স Can be Close Dhaka Cinema Hall Star Cineplex || Mojar Vubon
বন্ধ হয়ে যাবে ষ্টার সিনেপ্লেক্স Can be Close Dhaka Cinema Hall Star Cineplex || Mojar Vubon
_______________________________________________
সংবাদ সম্মেলনে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। ছবি : সংগৃহীত
দীর্ঘদিন ধরে মন্দাভাব চলছে চলচ্চিত্রে। একের পর এক বন্ধ হয়েছে সিনেমা হল। এক হাজার ৬০০ থেকে বর্তমানে ৬০টির মতো সিনেমা হল রয়েছে দেশে। তবে করোনার প্রকোপে সিনেমা হল বন্ধ, আগামী দিনে তা খুলবে কি না, তা নিয়ে রয়েছে সংশয়। চলচ্চিত্রপ্রেমীদের একমাত্র ভরসা সিনেপ্লেক্স। এবার সেই সিনেপ্লেক্সও বন্ধ হওয়ার উপক্রম।
দেশের শপিংমল, রেস্টুরেন্ট, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট, পর্যটনসহ দেশের অর্থনীতির প্রায় সব খাত যখন সচল, তখন দেশের সিনেমা হল বন্ধ। এতে সিনেমা ব্যবসায়ী ও হলমালিকরা হতাশ। এ অবস্থায় সরকারের সহায়তা না পেলে বন্ধ হয়ে যাবে দেশের জনপ্রিয় সিনেমা থিয়েটার স্টার সিনেপ্লেক্স। গতকাল বুধবার রাতে (১২ আগস্ট) সংবাদ সম্মেলনে এমন আশঙ্কা প্রকাশ করলেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল।
গণমাধ্যমে পাঠানো সংবাদমাধ্যমে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল সরকারের কাছে পাঁচটিসহ মোট সাতটি দাবি তুলে ধরেছেন। যেগুলো পূরণ হলে স্টার সিনেপ্লেক্স এ দেশে সিনেমা থিয়েটারের ব্যবসা চালিয়ে যেতে পারবে। সেগুলো হলো—
১. নগরবাসীর বিনোদনের জন্য স্বাস্থ্যবিধি মেনে অনতিবিলম্বে সিনেমা হলসমূহ খুলে দেওয়া
২. জরুরি আর্থিক সহায়তা কিংবা প্রণোদনা তহবিল ঘোষণা
৩. সিনেমা হলের টিকেটের ওপর সব ধরনের মূসক ও কর মওকুফের সুযোগ প্রদান
৪. সুদবিহীন ঋণ প্রদানের অনুমোদন
৫. উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্রসমূহ শর্তহীনভাবে আমদানির অনুমতি প্রদান
এ ছাড়া রুহেল দুটি দাবি উপস্থাপন করেছেন। শপিংমল কর্তৃপক্ষের কাছে রুহেলের দাবি, করোনাকালীন পরিস্থিতে স্টার সিনেপ্লেক্সের প্রতিটি শাখা বিভিন্ন শপিংমলে ভাড়ায় পরিচালিত হয়। করোনাকালে শপিংমল কর্তৃপক্ষের কাছে ভাড়া মওকুফ ও অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত অর্ধেক ভাড়া নেওয়ার অনুরোধ তাঁর।
No comments