Header Ads

Header ADS

হাতে স্যানিটাইজার মেখে ঘুষ নিলো ওসি, ফেইসবুকে ভাইরাল ভিডিও

ওসি মাহফুজ আলমের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ওসি মাহফুজ আলম লালমনিরহাট শহরের চিহ্নিত একটি দাদন ব্যবসায়ী পরিবারের কাছ থেকে দশ হাজার টাকা ঘুষ নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন মামলা রেকর্ড করে প্রতিপক্ষকে ফাঁসিয়েছেন। কীভাবে প্রতিপক্ষকে ঝামেলায় জড়ানো যাবে, কীভাবে প্রতিপক্ষকে নিঃস্ব করা যাবে চেয়ারে বসে সেসব বিষয়ে নির্দেশনা দিয়েছেন ঘুষদাতাকে।

ঘুষদাতা যখন ঘুষের টাকা ওসিকে দেন তখন ওসি হাতে স্যানিটাইজার মেখে ঘুষের টাকা নিজের পকেটে রাখেন এবং আরও টাকা দিতে হবে

বলে ঘুষদাতাকে জানান।

ঘুষের টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার বিষয়ে ওসি মাহফুজ আলমে সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত শুরু করেছে। তদন্ত প্রতিবেদনে ওসির ভুলের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

No comments

Powered by Blogger.