Header Ads

Header ADS

২০২০ সালে অক্ষয়ের আয় ৪০০ কোটি টাকা Bollywood Super Akshay Kumar Income 400 Crore || Mojar Vubon

২০২০ সালে অক্ষয়ের আয় ৪০০ কোটি টাকা Bollywood Super Akshay Kumar Income 400 Crore || Mojar Vubon বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। বিনোদন অঙ্গনে খান ও কাপুরদের দাপট থাকা সত্ত্বেও নিজের অভিনয়দক্ষতা দিয়ে বছরের পর বছর রাজত্ব করছেন অক্ষয়। জানেন, তাঁর আয় কত?

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাদ্যম বলিউড বাবল খবরে জানায়, মার্কিন সাময়িকী ফোর্বস সম্প্রতি ২০২০ সালে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতার তালিকা প্রকাশ করেছে। তালিকার টপ টেনে রয়েছেন অক্ষয় কুমার। ২০২০ সালে অক্ষয় কত টাকা আয় করেছেন? ফোর্বস জানিয়েছে, এ বছর তিনি আয় করেছেন ৪৮.৫ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় যা ৪০০ কোটি টাকার বেশি। তালিকার ছয় নম্বরে রয়েছেন অক্ষয়।




No comments

Powered by Blogger.