ভারতে সেরা চলচিত্র পুরুষ্কার পেল শাকিব খান ও ববির নোলক I ndia Give Award Movie Nolok
ভারতে সেরা চলচিত্র পুরুষ্কার পেল শাকিব খান ও ববির নোলক Idia Give Award Shakib Khan and Boby Movie Nolok ভারতের দিল্লিতে অনুষ্ঠিত ইন্দুস ভ্যালি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে শাকিব-ববি অভিনীত চলচ্চিত্র ‘নোলক’। সাকিব সনেট পরিচালিত সিনেমাটি উৎসব থেকে মোট দুটি পুরস্কার পেয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর সিনেমা এই উৎসবে প্রতিযোগিতা করে। জনপ্রিয় সিনেমা বিভাগে ‘নোলক’ ও সেরা গ্ল্যামারাস অভিনেত্রীর পুরস্কার পান চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বাংলাদেশ থেকে চলচ্চিত্রটির পরিবেশক ছিলেন আন্তর্জাতিক পরিবেশনা প্রতিষ্ঠান সিনেম্যাকিং। ‘নোলক’-এর পরিচালক-প্রযোজক সাকিব সনেট বলেন, উৎসব পরিচালক হর্ষ নারায়ণ এক ই-মেইল বার্তায় পুরস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি সনদপত্রও পাঠিয়েছেন। সনেট আরো বলেন, এই পুরস্কার পুরো ‘নোলক’ টিমের। একটা ভালো কাজের মূল্যায়ন যখন দেশ-বিদেশে পাওয়া যায়, তখন আরো ভালো কাজ করার দায়বদ্ধতা বেড়ে যায়। সামনের দিনে যাতে আরো ভালো কাজ করতে পারেন, সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। জানা যায়, উৎসবের বিভিন্ন ক্যাটাগরিতে বহু আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতা পুরস্কার পেয়েছেন। এর মধ্যে ‘মান্টো’ পরিচালক নন্দিতা দাস পেয়েছেন সেরা বায়োপিক্যাল সিনেমার পুরস্কার, পরিচালক বিশাল ভরদ্বাজ ‘পটাকা’র জন্য পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। এ ছাড়া উৎসবের সেরা অভিনেতা হয়েছেন নওয়াজুদ্দীন সিদ্দিকি। পাকিস্তান ও শ্রীলঙ্কার সিনেমাও একাধিক পুরস্কার পেয়েছে। উৎসবের ফেসবুক পেজে সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার ঘোষণা করা হয়েছে।
No comments