নতুন সন্তানের মা হচ্ছে কারিনা কাপুর Karina Kapoor New Baby|| Mojar Vubon
নতুন সন্তানের মা হচ্ছে কারিনা কাপুর Karina Kapoor New Baby|| Mojar Vubon
সাইফ আলি খান ও কারিনা কাপুর খান দম্পতির ভক্তদের জন্য সুসংবাদ। দুদিন বি-টাউনে গুঞ্জনের পর অবশেষে এ দম্পতি নিশ্চিত করেছেন, তাঁদের ঘর আলো করে নতুন সন্তান আসছে। দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন কারিনা। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবরে বলা হয়েছে, দুদিন ধরে গুঞ্জন চলছে, কারিনা কাপুর অন্তঃসত্ত্বা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। অবশেষে এ দম্পতি খবর নিশ্চিত করেছেন। সাইফ ও কারিনা যৌথ বিবৃতিতে বলেছেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পরিবারে নতুন অতিথি আসছে। ভালোবাসা ও সমর্থনের জন্য আমাদের সব শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ।’
No comments