Header Ads

Header ADS

তাজা খবর: আপত্তি থাকা সত্ত্বেও ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয় নওয়াজ!

বিনোদন ডেস্ক-বেশ জোরদারভাবেই ঝড় শুরু করেছিলেন তনুশ্রী দত্ত। নানা পাঠেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করে ঝড় তোলেন বলিউডে।
তনুশ্রীর পর এবার একে একে বলিউডের একাধিক প্রযোজক, পরিচালক কিংবা নামি ব্যক্তির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন অভিনেত্রীরা।
সেই তালিকায় এবার যুক্ত হল প্রাক্তন মিস ইন্ডিয়া নিহারিকা সিং-এর নাম। আর নীহারিকা কার বিরুদ্ধে মুখ খুললেন জানেন?

রিপোর্টে প্রকাশ, প্রাক্তন মিস ইন্ডিয়া তথা অভিনেত্রী নিহারিকা সিং এবার মি টুঝড় তুলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে।
তাঁর অভিযোগ, নওয়াজ একজন যৌন নেশাগ্রস্থ বিকৃতমনষ্ক মানুষ। কেন নিহারিকা এমন বললেন? জানা যাচ্ছে, সম্প্রতি নওয়াজ উদ্দিন সিদ্দিকির একটি বই প্রকাশিত হয়।
যেখানে নিহারিকার প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। বলেন, নিহারিকার সঙ্গে তাঁর বেশ ভাল সম্পর্ক। নিজের বইতে নওয়াজ কেন নিহারিকার প্রসঙ্গ উল্লেখ করেছেন, তাঁর অনুমতি না নিয়ে, সে বিষয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন মিস ইন্ডিয়া।
তিনি আরও অভিযোগ করেন, ‘মিস লাভলি’-র শুটিংয়ের সময় নওয়াজের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি।


No comments

Powered by Blogger.