তাজা খবর: গণকবরের সন্ধান, শত শত লাশের সংখ্যা গোপন
আন্তর্জাতিক ডেস্ক :: গণ কবরের সন্ধান মিললো মেক্সিকোতে। মেক্সিকোর
ভেরাক্রুজের নতুন গণকবর থেকে শত শত লাশ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে কর্মকর্তারা।
সোমবার থেকে নতুন গণকবর থেকে লাশ উত্তোলন শুরু করে কর্তপক্ষ। মাদক পাচারকারীদের
দ্বারা এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। খবর এনডিটিভির।
সোলেক্টিও কালেকটিভ নামে মায়েদের একটি দল রয়েছে। নিজেদের
নিখোঁজ শিশুদের খোঁজার জন্যই সংগঠিত হয়েছিলেন মায়েরা। নানা শোনা কথার মধ্যে থেকেই
এই জায়গাটি সম্পর্কে জানতে পারেন তাঁরা।
এই দলের মুখপাত্র রোসালিয়া কাস্ত্রো টস বলেন, ‘এখানে ৪০০ থেকে ৫০০ টি মৃতদেহ রয়েছে। এটি একটি মৃত্যু শিবির, বা
তার চেয়েও খারাপ কিছু হয়তো।’ এই কবরটি অন্য আরেকটি কবর
থেকে প্রায় পাঁচ কিলোমিটার (তিন মাইল) দূরে অবস্থিত। অন্য এই কবর কলিনাস ডি
সান্তা ফে-তে ২৯৬ টি মৃতদেহ পাওয়া যায়।
মেক্সিকোর বৃহত্তম বন্দরগুলির অন্যতম ভেরাক্রুজ দুই
প্রতিদ্বন্দ্বী ড্রাগ কার্টেল বা মাদক পাচারকারী দল জালিস্কো নিউ জেনারেশন এবং লস
জেটাসের রক্তাক্ত নৃশংসতার কুখ্যাত স্থান। গভর্নর জেভিয়ার ডুয়ার্টের প্রশাসনের
সময় দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারাও এই কার্টেলগুলির সঙ্গে জড়িত ছিল। বর্তমানে জেলে
রয়েছেন এই প্রাক্তন গভর্নর।
ডুয়ার্টের প্রশাসন ক্ষমতায় থাকাকালীন মৃত্যুদন্ড
স্কোয়াডগুলি চালানোর অভিযোগ ওঠে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের একটি বড় অংশের
বিরুদ্ধে। মেক্সিকো গত বছর ২৮৭১১টি খুনের ঘটনায় রেকর্ড করেছে। মূলত শক্তিশালী মাদক
পাচারকারী দল দ্বারাই পরিচালিত এই হত্যাকাণ্ডগুলি।
No comments